মোঃ হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়কে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অদ্য ২৮ জুলাই ২০২২ খ্রি. রাঙামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মীর মোদ্দাছ্ছের হোসেন এর পদোন্নতিজনিত বিদায় উপলক্ষে রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।
এসময় রাঙামাটি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ পুলিশ সুপার মহোদয়ের সাথে কাজ করার স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন একজন মানবিক অফিসার ছিলেন, রাঙামাটি বাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
এসময় সকলেই পুলিশ সুপারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।