sliderস্থানীয়

রাঙামাটি জেলা পরিষদের শিক্ষা উপ বৃত্তি প্রদান

মোঃ হাবীব আজম,রাঙামাটি প্রতিনিধ: রাঙামাটি জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু জ্ঞানেই আলোকিত হলে হবে না একজন গুনী ও সকল সম্প্রদায়ের গ্রহণ যোগ্য মানুষ হওয়ার জন্য ছাত্র ছাত্রীদের আহবান জানিয়েছেন রাঙামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, রাঙামাটি জেলা পরিষদ পার্বত্য অঞ্চলের শিক্ষার মানোন্নয়নের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শিক্ষা বৃত্তি হচ্ছে তারই একটি বড় সাফল্য। তিনি শিক্ষা বৃত্তি টাকা যথাযথ ভাবে কাজে লাগানোর আহবান জানান।
সোমবার (২৫ জুলাই) বিকেলে রাঙামাটি জেলা পরিষদের আয়োজনে রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে রাঙামাটি জেলা পরিষদ শিক্ষা উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে
রাঙামাটি জেলা পরিষদের মুখ নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য আব্দুর রহিম, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য নিউচিং মারমা, সদস্য দ্বীপ্তিময় তালুকদার, সদস্য ঝর্ণা খীসা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় রাঙামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি আরো বলেন, পরিষদ হতে বৃত্তির টাকা পাওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বৃত্তি একটি জ্ঞান ও মেধার অমূল্য সম্পদ। আর এ সম্পদের তালিকায় তোমরা যুক্ত হয়েছো। শিক্ষাকে যথাযথভাবে সুব্যবহারের মাধ্যমে আগামীতে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, আগামী দিনগুলোতে রাজনীতিতেও কোন অশিক্ষিত লোকের স্থান হবে না। আপনি যত শিক্ষিত হবেন তখন আপনা আপনি বলে দেবে আপনি কোথায় যাবেন। তাই শিক্ষার কোন বিকল্প নেই, রাঙামাটি জেলা পরিষদ যে শিক্ষা বৃত্তি চালু করেছে তা আগামী দিনগুলোতে আরো বাড়ানো গেলে আরো বেশী ছাত্র ছাত্রী এই বৃত্তি গ্রহণ করতে পারবে বলে তিনি মন্তব্য করেন।
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, রাঙামাটি জেলা পরিষদ প্রতি বছরের ন্যায় এবছরও শিক্ষা উপবৃত্তি প্রদান করে ছাত্র ছাত্রীদের উৎসাহ প্রদান করছে। এই বৃত্তিতে কোন প্রকার আত্মীয়করণ ও দলীয় করণের সুযোগ নেয়া হয়নি। মেধার ভিত্তিতে মেধাবী ছাত্র ছাত্রীকে তার শিক্ষা বিস্তারে আরো উৎসাহিত করে তোলার জন্য জেলা পরিষদ তাদের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, এই বৃত্তির টাকা অল্প হলেও এই টাকা দিয়ে তারা যাতে কিছুটা নিজের লেখাপড়া চালিয়ে যেতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পরিষদ।
পরে শিক্ষার্থীদের হাতে উপবৃত্তির টাকা তুলে দেন রাঙামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার ও রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীসহ অন্যান্য অতিথিরা।
এবার রাঙামাটি জেলা পরিষদ ৮টি বিষয় ভিত্তিকে ৫০৫ জন ছাত্র ছাত্রীকে ৪৬ লক্ষ ৪৭ হাজার টাকার উপবৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে উচ্চ মাধ্যমিকে ১৫৯ জনকে ৭ হাজার টাকা করে, ডিপ্লোমা ৪৬ জনকে ৭ হাজার টাকা করে, স্নাতক ৭৫ জনকে ১০ হাজার টাকা করে, স্নাতক সম্মান ১১৯ জনকে ১০ হাজার টাকা করে, মেডিকেল কলেজের ২১ জনকে ১২ হাজার টাকা করে, প্রকৌশল বিভাগে ২৯ জনকে ১২ হাজার টাকা করে, কৃষি/মৎস্য বিভাগে ১৪ জনকে ১২ হাজার টাকা করে এবং স্নাতকোত্তর ডিগ্রিতে ৪২ জনকে ১২ হাজার টাকা করে প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button