sliderস্থানীয়

রাঙামাটিতে করাতকল সমিতির দায়িত্বভার ও শপথ গ্রহণ

মোঃ হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি করাতকল ও কাঠ পরিবহন শ্রমকি কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’র ৮ম কার্যকরী পরিষদের দায়িত্বভার ও শপথ গ্রহণ এবং একই সাথে সমিতির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান সমিতির উপদেষ্টা ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দীন।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় রাঙামাটি জেলা সমবায় অফিসার কেপায়েত উল্লাহ, সদর উপজেলা সমবায় অফিসার আশীষ কুমার চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়াও সমিতির নব নির্বাচিত সভাপতি মো.মমতাজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিন বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক মহিউদ্দীন পেয়ারু সহ সমিতির নব নির্বাচিত সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, নব নির্বাচিত কমিটির সকলকে শ্রমিকদের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান এবং শ্রমিকদের উন্নয়নে সর্বদা সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button