রাখাইন সহিংসতাকে ‘জাতিগত নিধনযজ্ঞ’ আখ্যায়িত করল মার্কিন কংগ্রেস
মিয়ানমারের রাখাইনে চলমান সহিংসতাকে ‘জাতিগত নিধনযজ্ঞ’ হিসাবে আখ্যায়িত করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে মার্কিন কংগ্রেস। কংগ্রেস একইসাথে রাখাইনের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মানবিক সংস্থাগুলোকে প্রবেশাধিকার দেয়ার আহ্বান জানিয়েছে।
আজ কংগ্রেস প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটিতে এই প্রস্তাব (রেজুলেশন) পাস হয়েছে। তবে প্রস্তাবে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নেয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানানো হয়নি।
পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান এড রয়সি প্রস্তাব সম্পর্কে বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে আমরা তরুন রোহিঙ্গা মায়েদের ভয়াবহ অভিজ্ঞতা, বাড়িঘরে অগ্নিসংযোগ, পালাতে গিয়ে নদীতে ডুবে শিশু মারা যাওয়া ও গণহত্যার খবর শুনেছি। অনেকেই রোহিঙ্গাদের বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু সম্প্রদায় মনে করে। এই প্রস্তাবে মিয়ানমারে সব ধরনের সহিংতা বন্ধ করে উদ্বাস্তুদের ঘরে ফেরার সুযোগ দেয়ার জন্য মিয়ানমার সামরিক বাহিনী ও সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রস্তাবটি কমিটিতে উত্থাপনের জন্য তিনি কংগ্রেসম্যান ক্রাউলি ও রেঙ্কিং মেম্বার অ্যাঞ্জেলকে ধন্যবাদ জানান।
এর আগে জাতিসঙ্ঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার রাখাইন সহিংসতাকে জাতিগত নিধনযজ্ঞের পাঠ্যপুস্তকীয় উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছিলেন।