বেরোবি প্রতিনিধিঃ ঢাকাকেন্দ্রিক একমুখী বাণিজ্যিকধর্মী সাহিত্য বলয়ের বাইরে একটি সৃজনশীল সাহিত্য ধারা গড়ে তোলার লক্ষে রবিবার দুপুর ১২ টায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)তে সাহিত্যপত্রিকা ‘মননরেখা’র মোড়ক উন্মোচন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের হেয়াত মামুদ ভবনের ইংরেজী বিভাগের গ্যালারি রুমে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কারমাইকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর সাহারা ফেরদৌস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মননরেখা পত্রিকার সম্পাদক ড. মিজানুর রহমান নাসিম। তিনি সাহিত্যচর্চায় মাতৃভাষার পাশাপাশি দেশে বা দেশের আশেপাশের অঞ্চলসমূহে প্রচলিত অন্যান্য ভাষাসমূহে রচিত সাহিত্যেরও গুরুত্বের কথা তুলে ধরেন এবং ঐসব সাহিত্যকে মননরেখার মাধ্যমে পাঠকের কাছে তুলে ধরার কথা জানান।
বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সলোয়া ডিনার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুরের বিশিষ্ট ছড়াকার আনিসুল হক, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. শফিক আশরাফ, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক আসিফ আল মতিনসহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত সব্যসাচী কবি সৈয়দ শামসুল হকের কবিতা আবৃত্তি করেন ম্যানেজমেন্ট স্টাডিজের সহকারি অধ্যাপক রাফিউল আজম খান নিসার ও ইংরেজি বিভাগের বিভাগের শিক্ষার্থী রক্তিম মিলন।