sliderঅর্থনৈতিক সংবাদশিরোনাম
রমজানে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ থাকবে
অর্থনৈতিক ডেস্ক: রমজানে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বাড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
একই সাথে তিনি জানিয়েছেন, আগামী শনিবারের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
দেশব্যাপী যখন তীব্র লোডশেডিং শুরু হয়েছে তখন তিনি এ সংবাদ সম্মেলন করলেন।
এর আগে গত ২২ মে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন চার দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে।