sliderঅর্থনৈতিক সংবাদ

রপ্তানি খাতে বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড পেল লাবিব গ্রুপ

বাংলাদেশের রপ্তানি খাতে পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড পেল লাবিব গ্রুপ। বুধবার জে ডব্লিউ ম্যারিয়ট ব্যাংককে পৃথিবীবিখ্যাত বায়ার টম টেইলর জার্মানি কর্তৃক আয়োজিত গ্লোবাল সামিটে লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর ও ভাইস-চেয়ারম্যান মিসেস সুলতানা জাহান অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টম টেইলর-এর গ্লোবাল সিইওসহ এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন ব্যবসায়ী ও উচ্চপদস্থ কর্মকর্তারা।
উল্লেখ্য, লাবিব গ্রুপ বাংলাদেশের অন্যতম প্রধান গ্রুপ অব কোম্পানিজ। যার পোশাক শিল্প, ডায়িং, ব্যাংক, লিজ ফাইন্যান্স, আইটি, টেলিকম, প্যাকেজিং, পোল্টর, ফিশারিজ ও অ্যাগ্রোসহ প্রায় ২০টি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। লাবিব গ্রুপ গত ২২ বছর ধরে বাংলাদেশ ও আন্তর্জাতিক বাজারে অত্যন্ত সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে।

Related Articles

Leave a Reply

Back to top button