টেলিভিশনের জনপ্রিয় শো ‘দিদি নম্বর ওয়ান’-এর সৌজন্যে সবার পরিচিত মুখ রচনা ব্যানার্জি। শাড়ি পরেই ওই শো-এ দেখা যায় তাকে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ভিন্ন লুকের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন রচনা। ছবিটি পোস্ট করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে গেছে।
থাইল্যান্ডে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গেছেন রচনা ব্যানার্জি। সেখান থেকে নিজের ইনস্টাগ্রামে একেবারে ভিন্ন লুকের একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে ‘নীল হল্টার নেক টপ এবং নীল হটপ্যান্ট’ পরিহিত রচনাকে অন্যরকম লাগছে। বেবিপিংকের টপ ও সাদা কালারের শর্ট পরে হাতে হ্যাট নিয়ে অন্য আরেকটি ছবি পোস্ট করেছেন তিনি।
বেড়াতে ভালবাসেন রচনা। কাজের ফাঁকে সময় পেলেই বেরিয়ে পড়েন। বাংলা, হিন্দি, উড়িষ্যা, তেলেগু ভাষার বিভিন্ন চলচ্চিত্রে কাজ করেছেন রচনা। বক্স অফিসে হিট হয়েছে তার বহু কর্মাশিয়াল ছবি। কিন্তু আপাতত ফোকাসে টেলিভিশন। তবে ভাল চিত্রনাট্যের অফার পেলে আবারো সিনেমায় অভিনয় করবেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন অভিনেত্রী।