sliderস্থানীয়

রংপুর সেনানিবাসে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

রংপুর ব্যুরো : রংপুর সেনানিবাসে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে বর্ণাঢ্য র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ রোববার সকালে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল মিলনায়তন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের সূচনা করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এবং রংপুরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল ফয়জুর রহমান ।
এরপর ক্যান্ট পাবলিক স্কুল অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মেজর জেনারেল ফয়জুর রহমান জাতিসংঘ শান্তিরক্ষী দিবস এর তাৎপর্য এবং বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরেন।
তিনি জানান, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অবস্থান গৌরবোজ্জ্বল । তিনি আরো বলেন, বতর্মানে জাতিসংঘের অধীনে বিশ্বের মোট ১৪ টি দেশে ৬ হাজার ৮২৫ জন সামরিক ও পলিশ বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন আগামী দিনে শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের ভূমিকা আরো সমুজ্জ্বল হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঁইয়া, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এতে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি-র নেতৃত্বে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ,আমন্ত্রিত অতিথি এবং শিক্ষক ও ছাত্র ছাত্রী গণ অংশ নেন।

Related Articles

Leave a Reply

Back to top button