sliderস্থানীয়

রংপুর সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

রংপুর ব্যুরোঃ রংপুর সিটি কর্পোরেশন (রসিক) এর নব-নির্বাচিত পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ ফেব্রুয়ারী রোববার সকাল ১১টায় সিটি কর্পোরেশন সভা কক্ষে অনুষ্ঠিত প্রথম মাসিক সভায় সভাপতিত্ব করেন দ্বিতীয় বারের মত নির্বাচিত মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

সভার শুরুত্বেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহতদের স্মরণে এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। মাসিক সভার আলোচ্য বিষয় অনুযায়ী রংপুর সিটি কর্পোরেশনের যেসব জনপ্রতিনিধি, কর্মকর্তা, কর্মচারী মৃত্যু বরণ করেছেন তাদের সকলের জন্য শোক প্রস্তাব উপস্থাপন করা হয়।

মাসিক সভার অন্যান্য আলোচ্য বিষয় মধ্যে রংপুর সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত পরিষদের অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন প্রসঙ্গে আলোচনা, প্যানেল মেয়র নির্বাচন, স্থায়ী কমিটি গঠন সম্পর্কে আলোচনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় সিটি কর্পোরেশনের অনুকূলে উন্নয়ন সহায়তার অর্থ বরাদ্দ ও ব্যবহার প্রসঙ্গে আলোচনা, সিটি কর্পোরেশনাধীন ১৪৩০ বাংলা সনের লালবাগ হাট টেন্ডার প্রক্রিয়ায় মাধ্যমে ইজারা প্রদান অনুমোদন করণ, নবনির্মিত কেন্দ্রীয় বাস টার্মিনালের দোকানসমূহ টেন্ডার প্রক্রিয়ায় ইজারা প্রদান অনুমোদন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, নতুন প্রকল্প গ্রহণ ও প্রাক্কলন অনুমোদন সংক্রান্ত আলোচনা, মেডিকেল মোড়স্থ চাক ঘরের পার্শ্বে ডাস্টবিন সড়ানোর বিষয়ে আলোচনা, রংপুর সিটি কর্পোরেশন পরিচালিত ঢাকা কোচ স্ট্যান্ড কেন্দ্রীয় বাস টার্মিনালে স্থানাস্তরের বিষয়ে আলোচনা, রংপুর সিটি কর্পোরেশন এলাকাধীন শহরের অভ্যন্তরে মূল রাস্তার পার্শ্বে বিল্ডিং স্থাপনের ক্ষেত্রে পার্কিং প্লেজ ঠিক আছে কি না তা নিশ্চিত হয়ে ভবনের নক্সা অনুমোদনের বিষয়ে আলোচনা এবং বিবিধ নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে রংপুর সিটি কর্পোরেশনের দীর্ঘ সময়ের ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহাবুবার রহমান মঞ্জুকে প্যানেল মেয়র-১, ২০নং ওয়ার্ড কাউন্সিলর তৃতীয় বারের কাউন্সিলর মোঃ তৌহিদুল ইসলামকে প্যানেল মেয়র-২ এবং দ্বিতীয় বারের সংরক্ষিত-৬ এর কাউন্সিলর মোছাঃ জাহেদা আনোয়ারীকে প্যানেল মেয়র-৩ সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়।

এ সময় বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞা, সচিব মোছাঃ উম্মে ফাতেমা, রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী রায়, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবু তালেব সরকার, নির্বাহী প্রকৌশলী আজম আলী, নির্বাহী প্রকৌশলী মোঃ আনিচুজ্জামান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহামুদ হাসান মৃর্ধা, প্রধান হিসেব রক্ষক কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম উল হক, মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ মাহাবুবার রহমান মঞ্জু, মোঃ মাহমুদুর রহমান, মোঃ মিজানুর রহমান মিজু, শ্রী হারাধন চন্দ্র রায়, মোঃ মোখলেছুর রহমান, মোঃ ফজলে এলাহী, লিটন পারভেজ, মোঃ নূরুন্নবী ফুলু, মোঃ শাহাজাদা, মোঃ রেজওয়ান আল মেহেদী, মোঃ শাহাদত হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম তোতা, মোঃ সামছুল হক ও মোঃ শাহাদৎ হোসেন, মোঃ জাকারিয়া আলম, মোঃ আমিনুর রহমান, মোঃ আব্দুল গাফফার ও সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ দিলারা বেগম, মোছাঃ জাহেদা আনোয়ারী, মোছাঃ হাসনা বানু।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম, মোঃ গোলাম সরওয়ার মির্জা, মোঃ আসেক আলী, মোঃ আবু হাসান চঞ্চল, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ আফছার আলী, নজরুল ইসলাম দেওয়ানী, শাহ্ মোঃ কামরুজ্জামান, মোঃ ওয়াজেদুল আরেফিন, মোঃ মকবুল হোসেন, মোঃ ফজলে এলাহী, মমদেল হোসেন সরকার, মোঃ মাসুদ রানা, মোঃ রফিকুল আলম, মোঃ হারুন অর রশিদ, মোঃ সিরাজুল ইসলাম, সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ সুলতানা পারভীন, মোছাঃ মোছলেমা বেগম, মোছাঃ শামীমা আক্তার, মোছাঃ মোসলেমা বেগম, মোছাঃ মনোয়ারা সুলতানা মলি, মোছাঃ সাজমিন রহমান শিউলি ও ঝরনা খাতুন।

Related Articles

Leave a Reply

Back to top button