
রংপুর প্রতিনিধি : চলতি অর্থ বছরের জন্য রংপুর সিটি কর্পোরেশন ৮৮৯ কোটি ৫৫ লাখ ৩৫৫৮ টাকার বাজেট পেশ করেছে। রোববার রংপুর সিটি কর্পোরেশনের হলরুমে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ওই বাজেট পেশ করেন। প্রস্তাবি বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৮৮ কোটি, ৫১ লাখ, ৪৪৪০ টাকা। রাজস্ব খাতে সমপরিমাণ অর্থ ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে করোনা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যয় করা হবে পাঁচ কোটি ৪৫ লাখ টাকা। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনায় পাঁচ কোটি ৯২ লাখ, সাধারণ সংস্থাপন খাতে ৪৯ কোটি, ২৭ লাখসহ বাকি টাকা অন্যান্য খাতে ব্যয় করা হবে। উন্নয়ন খাতে আয় ও ব্যয় দেখানো হয়েছে ৮০১ কোটি, তিন লাখ ৯৯ হাজার টাকা।
সংবাদ সন্মেলনে মেয়র মোস্তফা জানান- নগরীর যানজট নিরসনের জন্য ফ্লাইওভার নির্মাণ করার পরিকল্পনা হাতে নিয়েছে রংপুর সিটি কর্পোরেশন। সেই সাথে আগামী ছয় মাসের মধ্যে রংপুর নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হবে। এছাড়াও নগরীর ভেতর দিয়ে প্রবাহিত শ্যামা সুন্দরী খাল সংস্কারের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫০ কোটি টাকা। সেই সাথে ডিসির মোড় থেকে চেকপোষ্ট পর্যন্ত বঙ্গবন্ধু সড়কটি দৃষ্টি নন্দন করা হবে। লালকুঠি মোড় এলাকায় ভূমি অধিগ্রহণ করা হবে। কেডি ক্যানেল খনন করার জন্য আলাদা বরাদ্দ রাখা হয়েছে।
মেয়র বলেন, ফুটপাত ও সড়কের উপর গৃহ নির্মাণ সামগ্রী রাখার ফলে পথচারীরা প্রতিনিয়ত অসুবিধার সন্মুখীন হচ্ছে। এসব নির্মাণ সামগ্রী রাখার ফলে ড্রেনেজ ব্যবস্থার ক্ষতি হচ্ছে। তিনি বলেন, যারা নিয়ম নীতির তোয়াক্কা না করে এসব সামগ্রী সড়ক ও ফুটপাতের উপর রেখে বিঘ্ন সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে একটি পরিচ্ছন্ন নগরী উপহার দেয়া হবে।