রংপুর বিভাগের চার জেলায় নতুন করে ৫১ জন করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রংপুর, কুড়িগ্রাম, লালমনিহাট ও গাইবান্ধা জেলার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে, রংপুরে ২৪ জন, গাইবান্ধায় ১৩ জন, কুড়িগ্রামে ১০ জন ও লালমনিরহাটে ৪ জন রয়েছেন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু মঙ্গলবার সন্ধ্যায় জানান- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিন রোগী, কামাল কাছনার এক জন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরটিআই কর্নারের এক চিকিৎসক, গঙ্গাচড়া বড়বিলের এক জন, রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের এক নার্স, রংপুর মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবল, পূর্ব শালবনের এক জন, শাপলার এক জন, মুন্সিপাড়ার এক জন, গণেশপুরের এক জন, রংপুর সিটি কর্পোরেশনের এক নারী, বিনোদপুর দুই জন, মিঠাপুকুর চিতলী দক্ষিণপাড়ার এক জন, রানীপুকুর নিজাহলের এক নারীসহ দুই জন, গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী , পীরগঞ্জ থানার দুই পুলিশ কনস্টেবল, শালবন মিস্ত্রিপাড়ার এক চিকিৎসক, আনন্দনগরের এক জন,বড়বাড়ির এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
গাইবান্ধায় এনএসআইয়ের তিন সদস্য গাইবান্ধা সদর বল্লমঝাড়ের এক শিশু, খানকা শরীফ বাসস্ট্যান্ডের এক জন, মোসলেমপাড়ার এক নারী, তুলশিঘাটের এক জন, পূর্বপাড়ার এক জন, ডেভিড কোম্পানী পাড়ার এক জন, ফুলছড়ির এক জন, সাদুল্ল্যাপুরের এক জন, পলাশবাড়ি নুরপাড়ার এক জন, পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী।
কুড়িগ্রাম সদর নাজিরার এক কিশোরসহ দুই জন, খেজুরের তলের এক জন, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক রোগী, ফুলবাড়ির এক জন, ভুরুঙ্গামারীর এক স্বাস্থ্য কর্মীসহ তিন জন, রৌমারী কলেজপাড়ার এক শিশুসহ দুই জন।
লালমনিরহাট ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন যুগীটারীর এক রোগী, মোঘলহাটের এক জন, লালমনিরহাট পাটগ্রাম কট্টলির এক জন, রসুলগঞ্জ পূর্বপাড়ার এক জন রয়েছে।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৩৬ জন। সুস্থ্য হয়েছেন ১ হাজার ৫৬২ জন ও মারা গেছেন ৩২ জন।