
রতন রায়হান, রংপুর: রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে ঢাকায় সাংগঠনিক কাজ শেষে ফেরার পথে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বুধবার ০৮-১০-২৫ সকাল ৭টা ১০ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই কন্যা, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর কালেক্টরেট ঈদগাহ মাঠ এবং বাদ মাগরিব হোমিওপ্যাথি কলেজ মসজিদে জানাজা শেষে ছোট নুরপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
আনিছুর রহমান লাকুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি কারমাইকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক, জেলা ছাত্রদলের সভাপতি,জেলা যুবদলের সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সর্বশেষ জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন।
বিএনপি নেতা লাকুর পতিত আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলায় ১০ বছরের কারাদণ্ড হয়েছিল। তিনদিন গুম করা হয়েছিল তাকে। তিনি অসংখ্যবার জেল-জুলুমের শিকার হয়েছেন। তার মৃত্যুতে রংপুরের রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রংপুরের রাজনৈতিক অঙ্গণে।




