sliderস্থানীয়

রংপুর জেলা প্রশাসনের ৬ জনকে পুরস্কার প্রদান

রংপুর ব্যুরো: রংপুর জেলা প্রশাসনের আয়োজনে মাঠ পর্যায়ে জেলা ও উপজেলা কার্যালয়ের ৬ষ্ঠ হতে ২০তম গ্রেডভুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শুদ্ধাচার চর্চার অনন্য উৎকর্ষ অর্জন করায় শুদ্ধাচার পুরস্কার প্রদান ২০২১-২২ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা মোঃ আসিব আহসান। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততা, কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধ, আচরণসহ নির্ধারিত সূচক অনুযায়ী মূল্যায়নক্রমে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে ০৬ জন কর্মকর্তা ও কর্মচারীগণকে ২০২১-২০২২ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী,পীরগঞ্জ,উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়,অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রেজাউল করিম,অফিস সহায়ক,আব্দুল্যাহ,মোছা: রুনিরা বেগম,রফিকুল ইসলাম,দপ্তরী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button