sliderস্থানীয়

রংপুরে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা উদ্বোধন

রংপুর ব্যুরোঃ রংপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ রংপুর এর আয়োজনে রংপুরে ১৫ দিনব্যাপী রংপুর বিভাগীয় বৃক্ষমেলা উদ্বোধন উপলক্ষে র‌্যালী, আলোচনা ও উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ করা হয় । গতকাল রবিবার বিকালে রংপুর জিলা স্কুল মাঠে রংপুর বিভাগীয় বৃক্ষমেলা ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা। অনুষ্ঠানের রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগ রংপুর এর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মতলুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী, নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ার আসিব পেলে, সামাজিক বন বিভাগ রংপুর এর রেঞ্জ অফিসার মোসারফ হোসেন, রংপুর স্কাউট কমিশনার সিদ্দিক হোসেন, রংপুর জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক জিন্নাত হোসেন লাভলু, সাবেক রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, বর্তমান রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। মেলা মোট স্টল সংখা ৬০টি। অনুষ্ঠানে সামাজিক বনায়নের আওতায় উপকার ভোগী ৩৫ জনের মাঝে চেক বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button