রংপুর ব্যুরোঃ তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন । রোববারে রংপুর জেলায় ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনে আওয়ামী লীগের প্রাথীরা জয় পেয়েছে ৪টি ইউনিয়নে। বাকি ৯টির মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র ৮টি ও জাসদের প্রার্থী একটিতে জয় লাভ করেছেন। এছাড়া একটি পৌরসভায় জয় পেয়েছে নৌকা।
রোববার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।তিনি জানান , রংপুর সদর উপজেলার মমিনপুর ও খলেয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বহিস্কৃত দুই বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছে।
মমিনপুর ইউনিয়নে মিনহাজুল ইসলাম আনারস প্রতিকে ৫ হাজার ১৭২ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছে। তারঁ নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম রাজু মোটর সাইকেল প্রতিকে ৪ হাজার ২৬১ ভোট পেয়েছেন।
খলেয়া ইউনিয়নে মোত্তালেবুল হক ঢোল প্রতিকে ৯ হাজার ৩৭৮ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছে। তার তারঁ নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের হাসানুজ্জামান হাসু শাহ পেয়েছেন ৫ হাজার ৬৯০ ভোট।
এদিকে কাউনিয়া উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থীরা হলেন-
সারাই ইউনিয়নে আশরাফুল ইসলাম (নৌকা),
হারাগাছ ইউনিয়নে রাজু আহমেদ ( আনারস- বিদ্রোহী),
কুর্শা ইউনিয়নে আব্দুল মজিদ (আনারস,-বিদ্রোহী),
শহীদবাগ ইউনিয়নে আব্দুল হান্নান (নৌকা),
বালাপাড়া ইউনিয়নে আনছার আলী (নৌকা) এবং
টেপামধুপুর ইউনিয়নে রাশেদুল ইসলাম (মটরসাইকেল- বিদ্রোহী)।
এতথ্য বেসরকারিভাবে পাওয়া গেছে। অপরদিকে তারাগঞ্জ উপজেলার
ইকরচালি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (চশমা মার্কা) ইদ্রিস আলী,
কুর্শা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রার্থী আফজালুল হক সরকার,
হারিয়াকুটি ইউনিয়নের জাসদের কুমারেশ রায় (মশাল)
সয়ার ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র আল ইবাদত পাইলট (মটর সাইকেল)
আলমপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র রবিউল ইসলাম রাসেল মটর সাইকেল মার্কা
বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। অপরদিকে রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্বাচনে নৌকার প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ভাতিজা তাজিমুল ইসলাম শামীম আবারও বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তিনি সাত হাজার ৭০৫ ভোট পেয়েছেন।