রংপুর প্রতিনিধি : করোনায় বিভিন্ন সেবা কেন্দ্রে পরিচ্ছন্ন কাজে মাষ্টার রোল ও আউটসোর্সিংয়ে কর্মরত হরিজনদের ঝুঁকিভাতা ও চাকরী স্থায়ী করণসহ নয় দফা দাবীতে বুধবার রংপুর প্রেসক্লাবে সংবাদ সন্মেলন অনুষ্টিত হয়।
দেবী চৌধুররানী পল্লী উন্নয়ন কেন্দ্র ও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের যৌথ আয়োজনে সংবাদ সন্মেলনে বলা হয়, করোনার সময় বিভিন্ন প্রতিষ্টানে স্বাস্থ্য ঝুকি নিয়ে হরিজন সম্প্রদায়ের মানুষ কাজ করে গেলেও তারা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে অনেক হরিজন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কয়েক জন মৃত্যু বরণ করেছেন। তাদের আবাসন সংকটের কারণে অনেকে অফিস-আদালত, ফুটপাত,বারান্দাসহ বিভিন স্থানে নিদারূন কষ্টে রাত্রি যাপন করছে। আর যারা সরকারী আবাসনে বসবাস করছেন তারা ছোট্ট একটি ঘরে ৭-৮ জন মিলে কোন রকমে জীবন যাপন করছেন। জীবিকার তাগিদে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কর্মরত হরিজন সম্প্রদায়ের পরীচ্ছন্নতা কর্মীদের সরকারী বিভিন্ন প্রণোদনা ও সুযোগ সুবিধাসহ তাদের সুরক্ষায় ঝুঁকি ভাতা প্রদানের দাবী জানানো হয়।
সংবাদ সন্মেলনে বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকার, ডিসিপিইউকের নির্বহী পরিচালিক নুরুল ইসলাম দুলু, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের রংপুর জেলা সভাপতি লিটন কুমার বাসফোড় প্রমুখ।
সংবাদ সল্মেলনে শেষে নয়দফা দাবীতে রংপুর জেলা সিভিল সার্জনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। দাবীগুলোর মধ্যে রয়েছে- হরিজন গোষ্টির বিনা মূল্যে আবাসন সুবিধা প্রদান, আউটসোসিংয়ে হরিজনদের অগ্রাধিকার প্রদান, মাষ্টার রোলে চাকরীরতদের নিয়মিত বেতন প্রদানসহ নয়দফা দাবী।