sliderস্থানীয়

রংপুরে সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন

রংপুর ব্যুরোঃ বিভাগীয় নগরী রংপুরের অভিজাত শপিং মল জেলা পরিষদ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেনের বিরুদ্ধে মার্কেটের ১৬টি দোকান ঘর টেন্ডার ছাড়াই গোপনে বরাদ্দ নেবার মিথ্যা অভিযোগ করে সুনাম ক্ষুন্নকরার প্রতিবাদে সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ শনিবার দুপুরে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রংপুর জেলা দোকান মালিক সমিতি ও জেলা পরিষদ ব্যবসায়িসমিতির সভাপতি আলতাফ হোসেন অভিযোগ করেন।
তিনি বলেন, রংপুর জেলা দোকান মালিক সমিতি ও জেলা পরিষদ ব্যবসায়িসমিতির সভাপতি সামনে সমিতির নির্বাচন সেই নির্বাচনের আগে তার ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য হাতে গোনা ৬/৭ জন অব্যবসায়ীকে নিয়ে জুয়েল নামে কথিত নেতা মানববন্ধন করে ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা করেছে।
তিনি আরোও বলেন, জেলাপরিষদ কতৃপক্ষ ওই দোকানের একটিও এখনও বরাদ্দ দেয় নাই তার নামেও কোন দোকান বরাদ্দ নেয়া হয়নি।ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবসায়ীরা প্রতিরোধ গড়ে তুলবে বলে জানান।
সংবাদ সম্মেলনে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে বিষয়টি যাচাই পূর্বক জাবেদ হোসেন জুয়েল এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া না হলে আগামীতে আরো বৃহত্তর কর্মসুচী গ্রহন করবে বলে জানান বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর জেলা শাখা ও রংপুর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর দোকান মালিক সমিতির সভাপতি শাহ মোঃ আশরাফ উদ্দৌলা আরজু, সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, জেলা সাধারন সম্পাদক লিটন পারভেজসহ বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

3 Attachments

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button