sliderস্থানীয়

রংপুরে সাত কেজি গাঁজাসহ এক যুবক আটক

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছায় সাত কেজি গাঁজাসহ এক যুবক কে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ সোমবার সকালে এক প্রেস বিফ্রিং এতথ্য নিশ্চিত করেছেন পীরগাছা থানার অফিসার ইনর্চাজ সরেস চন্দ্র।
জানা গেছে, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী নির্দেশনায় পীরগাছা থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্য পীগাছা থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র এর নেতৃতে পীরগাছা একটি একটি অভিযানিক দল এসআই (নিঃ) মোঃ আনিছুর রহমান, এসআই (নিঃ) মোঃ ফজলে রাব্বী ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সাত কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার করেছে পুলিশ। ।
আজ সোমবার ভোরে পীরগাছা উপজেলার রহমতচর অন্তর্গত সাহেব বাজার হইতে আলীবাবা থিমপার্কগামী রাস্তার উপর জনৈক মোঃ ইউসুফ, পিতা-মৃত আছর মুন্সি,র গালামালের দোকানের সামনে হইতে কুড়িগ্রামের ফুলবাড়ি থানার পাকারমাথা গ্রামের মোঃ হামিদুল ইসলামের ছেলে মোঃ ফিরোজ ইসলাম @ ইয়ানুর ইসলাম (২০),কে তার কাছে ০৫ (পাঁচ) কেজি গাঁজা মাদক বিক্রয়ের পরিবহন কাজে ব্যবহৃত রেজিঃ বিহীন Keeway. RK লাল রংয়ের মোটরসাইকেল যাহার চেচিস নং- LBBPEGTA1HB741037, ইঞ্জিন নং-QJ150FM6-6/*60040426* গ্রেফতার করা হয়। ওপর দিকে পলাতক আসামী মৃত আঃ রউফ চৌধুরীর ছেলে মোঃ এমদাদুল হক @ এন্দা (২৪)কে ০২ (দুই) কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের পরিবহন কাজে ব্যবহৃতকালো রংয়ের রেজিঃ বিহীন Hero GLAMOUR মোটরসাইকেল যাহার চেচিস নং-PS1JASO9XHJH02662, ইঞ্জিন নং- JA06EJHGE00 442 পালিয়ে যায়। আসামীদের বিরুদ্বে পীরগাছা থানায় মাদক মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ ফিরোজ ইসলাম @ ইয়ানুর ইসলাম (২০) কে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button