রংপুর ব্যুরোঃ রংপুরে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মাহ হরিনামা সংর্কীত্তন বের করা হয়।
আজ শুক্রাবার রংপুর তাজহাট শ্রী শ্রী রাধাগোপীনাথ জিউ মন্দির (ইসকন ) এর আয়োজনে রংপুর নগরীর পালপাড়া মন্দির থেকে রথযাত্রা মহোৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। এ সময় উপিস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিসদ রংপর জেলা কমিটির সভাপতি অজয় প্রসাদ বাবন, সাধারণ সম্পাদক ধীমান ভট্টাচার্য, সহ সভাপতি রত্না ঘোষ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপর মহানগর কমিটির সভাপতি হারাধন ধন রায়, সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত রায়, তাজহাট শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দিও কমিটির সহ সভাপতি শ্রীমান গিরিধারী গোবিন্দ, রংপুর জেলা হিন্দ, বৌদ্ধ ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাম কৃষ্ণ সোমানী , সাধারণ সম্পাদক স্বপন রায়, রংপুর মহানগর হিন্দ, বৌদ্ধ ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুব্রত সরকার । সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশ কমিটির সিনিয়র সহ সভাপতি শ্রীৎ ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ।