sliderস্থানীয়

রংপুরে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রংপুর ব্যুরো : রংপুরে ভূমিদস্যু আব্দুল রহমান মিন্টু ও মেহেদী হাসান সাফীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাজানো মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার । আজ সোমবার দুপুরে রংপুর কমিউনিটি সেন্টারে এক সংবাদ সন্মেলনে ভুক্তভোগী আশরাফুল আলম ও রিপন বলেন, তার নিজস্ব জমিতে তামাক চাষ করে আসছিল। অপরদিকে একই গ্রামের মেহেদী হাসান মিন্টুর নিজস্ব সেচ পাম্প থেকে পানি এসে ভুক্তভোগির তামাক নষ্ট হয়ে যায় পরে । এই নিয়ে কথা বলায় উল্টো হুমকি প্রদান করেন, পরে সন্ধ্যায় বহিরে থেকে লোকজন নিয়ে এসে সরেয়া বাড়ি বাজারে ভুক্তভোগীর উপর এলোপাতাড়ি হামলা করে, ঘটনায় আশরাফুল আলম উপস্থিত না থাকায় তাকে সন্দেহ হলে মিথ্যা মামলায় ঢুকানো হয়, মামলার তাদের বিরুদ্ধে মামলা করে জেলে পাঠান তারা। সাজানো এই মামলার চার্জসিট দাখিল করবে বলে আশরাফুল আলম রিপন জানান পুনঃ তদন্তের দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button