|
ব্যুরো রংপুরঃ ”মাদক সেবন রোধ করি: সুস্থ সুন্দর জীবন গড়ি” এই স্লেগান সামনে রেখে রংপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আজ রবিবার সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর যৌথ আয়োজনে রংপুর জিলা স্কুল স্কাউট ভবনের সামন থেকে নগরীতে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালি শেষে রংপুর জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে আলোচনা সভায় রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফিরুজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী , রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবু আসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্নেহা নিরাময় কেন্দ্রের মাদক নিরাময় কেন্দ্রের পরিচালাক মোঃ মনোয়ারুল কাদের মাসুম, স্বপ্ন মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক গুলশান আরা ইয়াছমিন, লাইট হাউজের ম্যানেজার সাহাবুল ইসলাম. সুস্থ্য জীবনের পরিচালক রাসেদুল ইসলাম, রিংকু সরোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে মাদক বিষয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।