
রংপুর প্রতিনিধি : রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালিয়ে ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও ভুয়া চিকিৎসকসহ চার জনকে গ্রেফতার করেছে । সোমবার নগরীর ধাপ এলাকার হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন ভুয়া চিকিৎসক মোতালেব সরকার রিপন, তার সহকারী ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোস্তফা কামাল ও ম্যানেজার তৌহিদ হোসেন। বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী ওসি আব্দুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ধাপ এলাকায় হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এমবিবিএস, এফসিপিএস পাশ করা ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় নেমপ্লেট, এমবিবিএস ও এফসিপিএস লেখা প্যাড।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামে কোন রেজিষ্ট্রেশন নেই। তদন্ত করে করে এই প্রতিষ্টানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে পুলিশ বাদী হয়ে কোতয়ালী থানায় একটি প্রতারনার মামলা করেছে।