sliderস্থানীয়

রংপুরে বাজার উন্নয়ন প্রকল্পের ইট কালো বাজারে বিক্রির অভিযোগ

রংপুর ব্যুরোঃ রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের মন্হানা হাটের গলির ভিতরের এইচবিবি করণ রাস্তার ইট বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার বিকালে সরে জমিনে জানা যায়, এইচবিবি করণ মন্থানা হট- বাজারের ভিতরের গলির ভিতরের রাস্তার এইচবিবি করণ রাস্তাার জন্য ৮ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। সেই সুযোগে উপজেলা সহকারী প্রকৌশলী ফরিদা ইয়াসমিন বড়বিল মন্থানা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের পুত্র মন্থানা হাট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মনিরাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান কাম শিক্ষক কামরুজ্জামানসহ যোগ সাজশ করে প্রায় ২০ হাজার ইট উত্তোলন করে ১৭ হাজার ইট বিক্রি করার অভিযোগ পাওয়া যায়।
এ বিষয়ে জানত চাইলে উপজেলা সহকারী প্রকৌশলী অভিযোগের কথা স্বীকার করেন বলেন, ইট উত্তোলন ও বিক্রির অভিযোগ সঠিক আমি জনতে পেরে ঘটনা স্থলে যাই। আমাকে না জানিয়ে ইট উত্তোলন ও বিক্রি হয়েছে। আমি ইট উদ্ধার ও চোর সনাক্ত করার চেষ্টা করছি। স্থানীয়দের অভিযোগ অনুমোদন না নিয়ে অবৈধ ভাবে
রাস্তার ইট তুলে রাতের আঁধারে চুরি করে যারা বিক্রি করেছে তাদের আইনের আওতায় আনতে হবে। তা না হলে আমারা বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হব।
এ ব্যাপারে মন্থানা হাট মালিক সমিতির সাধারন সম্পাদক কামরুজ্জামান বলেন, আমার কাছে সহকারী প্রকৌশলী সীলা এসেছিলন আমি বাজারের লোকজন নিয়ে আলাচনা করেছি পরবর্তী ঘটনা আমার জানা নাই। আমি বাড়ীতে ছিলাম না।
এঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ তিনি বলেন, আমি ঘটনা স্থাল পরিদর্শন করেছি ইট উত্তোলন করে বিক্রি করেছে এ ঘটনায় মামলার প্রস্তিতি চলছে ।

Related Articles

Leave a Reply

Back to top button