রংপুর ব্যুরোঃ বছর ব্যাপী ফল চাষে অর্থ পুষ্টি দুই-ই আসে এই প্রতিপাদ্য নিয়ে তিনদিন ব্যাপী জেলা ফল মেলা ও কৃষি মেলা উদ্বোধন রংপুর জেলা প্রশাসক আসিফ আহসান। পরে তিনি ফলের স্টল গুলো পরিদর্শন করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন।
বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয় এবং রংপুর কৃষি বিভাগ ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে রংপুর সদর উপজেলা পরিষদ হলরুমে ফল মেলার অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক আসিব আহসান বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষি খাতে সরকার ভর্তুকি দিচ্ছেন। কৃষকের জীবনমান উন্নয়নের লক্ষ্যে । এতে করে বিভিন্ন জাতের ফল চাষাবাদ করে কৃষকরা লাভবান হয়।
তিনি আরও বলেন, কৃষকদের উপর সরকার সবচেয়ে বেশি আন্তরিক। আমরা চাই কৃষিখাতে সব সময় সরকারের আন্তরিক থাকবে। সরকার আপনাকে কৃষি খাতে সহযোগিতা করছে। আপনারা জানেন দিন যাচ্ছে আমাদের কৃষি জমি কমে যাচ্ছে। এজন্য একই জমিতে ফসল চাষআবাদ করতে হবে ও উৎপাদন বাড়াতে হবে। তাহলেই আমরা ভালো থাকবো। বাংলাদেশে কৃষি খাতে সার বীজসহ বিভিন্ন কাজের জন্য ভর্তুকি দিয়ে কাজের মেশিন দিয়েছে কৃষকদের । যাতে করে অল্প সময়ের মধ্যে সঠিক ভাবে ফসল ঘরে তুলতে পারবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর নাহার বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নাছিমা জামান ববি, সিনিয়র মনিটর অফিসার রাডার ডিপি পিএমএসডি আবু ফাওাহ্ মোঃ রওশন আমার কবীর,উপজেলা কৃষি অফিসার তানিয়া আকতার, প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সকল কর্মকর্তা ও কৃষক কৃষাণী বৃন্দ।