
রংপুর প্রতিনিধি : রংপুরে পৃথক দুইটি সড়ক দূর্ঘটনায় তিন জন নিহত ও এক জন আহত হয়েছে। তাকে আশংকা জনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার জায়গির হাট এলাকায় সাইড দিতে গিয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাক চালক সিরাজুল ও ট্রাকে থাকা যাত্রী সাইমুদ্দিন নিহত হয়। আহত এক জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই জনের বাড়ি বগুড়ায় বলে পুলিশ জানিয়েছে।
পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে পুলিশের এসআই আফজাল হোসেন জানান, রংপুর থেকে একটি মালবোঝাই ট্রাক বগুড়া যাওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। অপরদিকে দুপুরে নগরীর মাছহারী এলাকায় অটো রিকশার চাপায় তারেক নামে এক যুবক নিহত হয়েছে। সারাই ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম জানান, দুপুরে মাছহারী এলাকায় একটি অটো রিস্কা সড়কের পাশে দাড়িয়ে থাকা তারেককে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।