রংপুর ব্যুরো: রংপুরে “পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ১৮-২৩ ডিসেম্বর ২০২১ খ্রি.” এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে রংপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল ওয়াহাব ভূঞা। রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল এর সভাপতিত্বে সেবা সপ্তাহের উদ্বোধনপূর্ব সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব আবু নূর মোঃ শামসুজ্জামান, স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডাঃ আবু মোঃ জাকিরুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। এতে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায়, উপপরিচালক ডাঃ শেখ মোঃ সাইদুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী মনোজ কুমার শমার্ ,মেডিকেল অফিসার(ক্লিনিক) ডাঃ মুহতারিমা বেগম, সহকারী পরিচালক(পঃ পঃ) এ,টি,এম নজমূল হুদা প্রমূখ। অতিথিরা সেবা সপ্তাহের গুরুত্ব ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বিভাগীয় কমিশনার, কিশোরীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করেন এবং বেলুন উড়িয়ে “পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের” উদ্বোধন করেন। এতে জেলা ও সদর উপজেলার কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এবং সেবা গ্রহণের জন্য আগত গর্ভবতী মা এবং কিশোরীরা উপস্থিত ছিলেন।