রংপুর ব্যুরোঃ রংপুরে ন্যায় বিচারের দাবিতে অসহায় মা ও তার পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৮ জুলাই) বেলা ১২টায় স্থানীয় সুমি কমিউনিটি সেন্টারে লিখিত বক্তব্য উপস্থাপন করেন নিহতের মা মনজিলা বেগম। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী- আতিয়ার রহমান, গ্রাম- মালতলা ভবানীপুর, ০৬ নং কাফ্রিখাল, ইউনিয়ন ও থানা- মিঠাপুকুর, জেলা-রংপুর। আমার নাতি আমিনুর আমার বাসায় থেকে লেখাপড়া করে। সে গত ০৭/১২/২০২১ ইং তারিখ দুপুরে ছাগল মাঠে বাধিঁয়া বাড়ি আসার পথে ছোট ছেলেদের ঝগড়াকে কেন্দ্র করে। আমাদের পড়শি একই পরিবারের সাইদুল ইসলাম, সাহেব আলী, সুফিয়া বেগম, চম্পা বেগম, ইয়াসমিন। আমার নাতির উপর হামলা চালায়। এমতাবস্থায় পর্যায়ক্রমে আমি পরে আমার স্বামী ও আমার ভাইজতা সোহানুর এগিয়ে আসলে সকলের উপরও হামলা চালায় ও আহত হই। ঠিক সে সময় আমার ছেলে মজনু মিয়া সেখানে আসলে তারা তার উপর হামলা চালায়। তাদের লোহার পাইপের আঘাতে মজনুর মাথা ফেটে যায় ও গুরুতর রক্তাক্ত হলে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেলে ভর্তি করাই। রংপুর মেডিকেলে চিকিৎসারত অবস্থায় গত ০৭/১২/২০২১ ইং তারিখ রাতে মৃত্যু বরণ করে। গত ০৮/১২/২০২১ ইং তারিখ মিঠাপুকুর থানায় একটি মামলা করি। পুলিশ তদন্ত করে সত্য রিপোর্ট পেশ করে কিন্তু আসামীদের গ্রেফতার না করার কারণে আমরা খুব শঙ্কিত। আসামীগণ আমাদের বিভিন্নভাবে মামলা তোলাসহ মারিয়া ফেলার হুমকি-ধামকি দিয়ে আসছে। এমতাবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভূগে আপনাদের শরণাপন্ন হয়েছি। আপনারা জাতির বিবেক আপনাদের লেখনীর মাধ্যমে আমাদের সহযোগীতা করুন। আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিসহ সংশ্লিষ্ট সকল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। যেন আসামীদের গ্রেফতারসহ ন্যায় বিচার পাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মজনুর বাবা, ৯ বছরের ছেলে জিহান, চাচা মোকছেদুল, মামা মামুন, জেঠাতো ভাই হামিমসহ সাংবাদিকবৃন্দ।