sliderস্থানীয়

রংপুরে দুই বোনের মরদেহে উদ্ধারের ঘটনায় হত্যা মামলা

রংপুর প্রতিনিধি : রংপুরের মধ্য গণেশপুর এলাকায় দুই বোনের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার রংপুর মেট্টোপলিটন কোতোয়ালি থানায় নিহত জান্নাতুল মাওয়ার পিতা মমিনুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী করে এ মামলা দায়ের করেন।
রংপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার গনেশপুর এলাকা থেকে সুমাইয়া আক্তার মীমের (১৬) মরদেহ ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় এবং তার চাচাতো বোন জান্নাতুল মাওয়ার (১৪) মরদেহ মেঝেতে পড়ে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।শনিবার নিহত জান্নাতুল মাওয়ার বাবা দন্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেছেন। যাতে আসামীদের অজ্ঞাত দেখানো হয়েছে। তিনি বলেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হত্যা বা আত্মহত্যার মুল মোটিভ জানার চেষ্টা করছি। পোস্টমর্টেম রিপোর্ট পেলে বিষয়টি আরও পরিস্কার হবে।ইতোমধ্যে ক্রাইম সিন থেকে আলামত জব্দ করা হয়েছে। এছাড়া তাদের আত্মীয়-স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তিনি আরো বলেন, আমরা বেশ কয়েকটি দিক বিবেচনা করা তদন্ত কার্যক্রম পরিচালনা করছি।এখন পর্যন কাউকে আটক কিংবা গ্রেফতার করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা অনেককেই জিজ্ঞাসাবাদ করেছি এবং জিজ্ঞাসাবাদ করছি।
এর পাশাপাশি বিভিন্ন তথ্য সংগ্রহ করছি। তবে কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। শীঘ্রই মুল ঘটনা উদঘাটন করে সংবাদ সম্মেলন করে সবকিছু জানানো হবে।

Related Articles

Leave a Reply

Back to top button