রংপুর ব্যুরোঃ রংপুর রেলওয়ে স্টেশনে কালোবাজারি ও অবৈধভাবে টিকিট বিক্রির দায়ে হৃদয় মিয়া নামের
এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সন্ধায় রংপুর রেলস্টেশনে রেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্ণেন্দু দেব জিআরপি পুলিশের সহযোগিতায় ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মোঃ হৃদয় মিয়া (২২)। তিনি রংপুর মহানগরীর মুসলিমপাড়া এলাকার মৃত কামাল মিয়ার ছেলে।
বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্ণেন্দু দেব বলেন, স্থানীয় লোকজন ও যাত্রীদের অভিযোগ ছিল,হৃদয় মিয়া রেলস্টেশনের টিকিট কালোবাজারি করতেন।
কুড়িগ্রাম বহুমুখী এক্সপ্রেসের ৯ টা টিকিট স্টেশনের সম্মুখে নির্ধারিত মূল্যের চেয়ে উচ্চমূল্যে টিকিট বিক্রি করার প্রস্তাব করলে মোবাইল কোর্ট তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
অনেকের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।