sliderস্থানীয়

রংপুরে গ্লোবাল টেলিভিশনের পূর্ণাঙ্গ সম্প্রচার উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

রংপুর ব্যুরো: নানা আয়োজনের মধ্য দিয়ে রংপুরেও অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল টেলিভিশনের উদ্বোধনী অনুষ্ঠান। গ্লোবাল টেলিভিশনের পূর্ণাঙ্গ সম্প্রচার উপলক্ষে রংপুরে আলোচনা সভা,কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে রংপুর অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়ের মাহমুদুর রহমান টিটু।
উক্ত অনুষ্ঠানে প্রতিদিনের সংবাদ ও গ্লোবাল টেলিভিশনের রংপুর অফিস প্রধান আব্দুর রহমান রাসেলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির রংপুর ব্যুরো প্রধান শাহ্ বায়েজিদ আহমেদ, এস এটিভির রংপুর প্রধান আব্দুস সালাম, এখন টিভির রংপুর প্রতিনিধি আব্দুর রশিদ জীবন, সময়ের আলো পত্রিকার রংপুর প্রতিনিধি আশাদুজ্জামান আফজাল, কালের কন্ঠ ফটো সাংবাদিক গোলজার রহমান আদর, শীর্ষ নিউজ এর বার্তা সম্পাদক মিরু সরকার, একাত্তর টিভির ক্যামেরাম্যান শাহিন আলম, রাফি,আলম আহম্মেদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ । আলোচনা ও কেক কাটা শেষে গ্লোবাল টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button