sliderস্থানীয়

রংপুরে করোনায় আক্রান্ত ২৫০০ ছাড়িয়েছে, মৃত্যু ২৬

রাহুল সরকার : রংপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট দু’হাজার ৫০৫ জন। এরমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৭৮৬ জন, চিকিৎসাধীন রয়েছেন ৬৭৫ জন এবং মারা গেছেন ২৬ জন।
সোমবার জেলা প্রশসনের পক্ষে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে- রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মোট ৭২জন করোনায় আক্রান্ত হন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩২ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ৪০জন। তারাগঞ্জ উপজেলায় মোট ৩০ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ২৯ জনই সুস্থ হয়েছেন বাকী একজন চিকিৎসাধীন রয়েছেন। বদরগঞ্জ উপজেলায় মোট ৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৭ জন এবং ২২ জন চিকিৎসাধীন রয়েছেন। মিঠাপুকুর উপজেলায় ৮৫ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৬৩ জন, চিকিৎসাধীন রয়েছেন ২০জন এবং দু’জনের মৃত্যু হয়েছে। পীরগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছেন মোট ৫৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন এবং মারা গেছেন চারজন।
রংপুর সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩২ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৭ জন এবং চিকিৎসাধীন রয়েছেন পাঁচজন। কাউনিয়া উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৯ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ২৭ জন। পীরগাছা উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪২জন, চিকিৎসাধীন রয়েছেন ১১ জন এবং মারা গেছেন দু’ জন।
এছাড়া রংপুর সিটি কর্পোরেশন এলাকায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ৩৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৭৫৪ জন, চিকিৎসাধীন রয়েছেন ২৬৩ জন এবং মারা গেছেন ১৮ জন।

Related Articles

Leave a Reply

Back to top button