রংপুরে কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সভা
রংপুর ব্যুরোঃ রংপুর মহানগরের কমিউনিটি পুলিশিং মেট্রোপলিটন কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
গতকাল নগরীর সেন্ট্রাল রোডস্থ নর্থ ভিউ হোটেলের মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির প্রধান উপদেষ্ঠা ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা: আবদুল আলীম মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনারসহ সকল উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দ ও কমিউনিটি পুুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির পুরাতন এবং নব নির্বাচিত সদস্যবৃন্দ।
সভায় ২০২২-২০২৩ সালের প্রস্তাবিত নতুন কমিটিকে অনুমোদন দেয়া হয়। কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন আরিফ হোসেন টিটো।