রংপুর ব্যুরো : ১৭ এপ্রিল ২০২২ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। এবং আলোচনার সভার সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর জেলা শাখার সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর জেলা ইউনিট,সাবেক কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলু, প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবুসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।