sliderঅপরাধশিরোনাম

রংপুরে আবু সাঈদ নিহত : ২ পুলিশ বরখাস্ত

কোটা সংস্কার আন্দোলনে রংপুরে গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৩ জুলাই) তাদের বরখাস্ত করা হয়।

বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন রংপুর পুলিশ লাইনের এএসআই আমির হোসেন ও তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়।

সাময়িক বরখাস্তের কারণ হিসেবে বলা হয়েছে, তারা ‘অপেশাদারি আচরণস্বরূপ’ শটগান থেকে ফায়ার করেন।

সাময়িক বরখাস্তের তথ্য নিশ্চিত করেন রংপুরের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন।

গত ১৬ জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। এ সময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন সাঈদ। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button