রংপুরে অর্ধকোটি টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
রংপুর ব্যুরোঃ রংপুর র্যাবের অভিযানে অর্ধকোটি টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। ট্রেনে করে অর্ধকোটি টাকার হেরোইন পরিবহনের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩। এরা হলো, রাজশাহী গোদাগাড়ী উপজেলার রামনগর ডাঙ্গাপাড়ার রাহিমা খাতুন (২৫) ও চাপাইনবাবগঞ্জ রানীনগরের হুমায়ুন কবির (৪৮)।
আজ রোববার র্যাব-১৩ এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল শনিবার বিকেলে সৈয়দপুর রেলওয়ে জেলার ফুলবাড়ী রেলস্টেশনের প্লাটফর্ম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ট্রেনে করে পরিবহন করা রাহিমা ও হুমায়ুনের কাছ থেকে ৬০৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানিয়েছে দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সাথে জড়িত। এ ঘটনায় পাবর্তীপুর রেলওয়ে থানায় র্যাব বাদী হয়ে রাহিমা ও হুমায়ুনের বিরুদ্ধে একটি মাদক মামলা করেছে।