রংপুর ব্যুরোঃ রংপুরে ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কার্যক্রমের সাথে জড়িত এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের পানবাড়ী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো: আরিফ হোসেনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রংপুর সিটি কর্পোরেশনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অর্থদন্ডের আদেশ দেন।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, সরকারি নির্দেশ অমান্য করে ঘাঘট নদী থেকে বেশ কয়েকটি চক্র অবৈধভাবে খননযন্ত্র দিয়ে বালু তুলে বিক্রি করে আসছিলো। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে মোবাইল কোর্ট এর মাধ্যমে বালু উত্তোলন কার্যক্রমের সঙ্গে জড়িত মো: আরিফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বালু উত্তোলন প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান।