বিনোদন

যে গানটির দর্শক ৪০ কোটি ছাড়িয়েছে

 ভারতের গানের প্রযোজনা সংস্থা সনি মিউজিক জানিয়েছে, ইউটিউবে ‘কাভি খুশি কাভি গম’ সিনেমার ‘বোলে চুড়িয়াঁ’ গানটির দর্শক ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ছাড়িয়েছে। আর এ খবরে উচ্ছ্বসিত চিত্রনির্মাতা করণ জোহর। আবেগপ্রবণ হয়ে পড়েছেন এ প্রযোজক ও টিভিব্যক্তিত্ব।

করণ জোহরের ‘কাভি খুশি কাভি গম’ সিনেমায় অভিনয় করেছেন একঝাঁক তারকা—অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, কারিনা কাপুর, রানি মুখার্জি ও জয়া বচ্চন।

মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করে করণ জোহর লিখেছেন, ‘বোলে চুড়িয়াঁ’ গানটি ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় গান!’ এ ছবিতে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে প্রথমবার কাজের সুযোগ পান করণ। সে সময় ভয়ভয় করছিল তাঁর মনে। সিনেমাটির সঙ্গে জড়িত সবাইকে স্মরণ করেছেন করণ।

‘কাভি খুশি কাভি গম’-এর পরে ২০০৬ সালে ‘কাভি আলভিদা না ক্যাহনা’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেন করণ জোহর।

করণ জোহর এখন তাঁর পরবর্তী ইতিহাস-আশ্রিত ছবি ‘তাখত’ নিয়ে ব্যস্ত। এ ছবিতে রয়েছেন আলিয়া ভাট, রণবীর সিং, জাহ্নবী কাপুর, আদিত্য রায় কাপুর, কারিনা কাপুর খান, ভিকি কুশল, ভূমি পেড়নেকার ও অনিল কাপুরসহ অনেকে তারকা। শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরে এ ছবির শুটিং শুরু করবেন নির্মাতা। সূত্র : হিন্দুস্তান টাইমস

শুনুন ‘বোলে চুড়িয়াঁ’ গানটি :

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button