sliderজাতীয়শিরোনাম

যেসব এলাকা লক ডাউনের চিন্তা করছে সরকার

করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া দেশগুলো থেকে যেসব প্রবাসী দেশে ফিরেছেন তাদের অধিকাংশই মাদারীপুর ও শিবচর উপজেলার। তাই এ দুটি এলাকা প্রয়োজন হলে লকডাউন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার সচিবালয়ে করোনার পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুরো দেশ লকডাউন করার মতো কোনো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। তবে শিবচর ও মাদারীপুরে বিদেশ ফেরতদের সংখ্যা বেশি। সেখানে সবচেয়ে বেশি কোয়ারেন্টাইনে আছেন। তাই প্রয়োজন হলে এই দুটি এলাকা লকডাউন করা হবে।
তিনি বলেন, দেশব্যাপী ইতোমধ্যে ৫ হাজারের বেশি মানুষ হোম কোয়ারেন্টাইনে আছেন। আক্রান্তের সংখ্যাও বাড়ছে। তাই কেউ যদি ১৪ দিন কোয়ারেন্টাইনে না থাকেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
কোয়ারেন্টাইনের জন্য ইতোমধ্যে অসংখ্য হাসপাতাল ও স্থাপনা প্রস্তুত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, চিকিৎসকরা যেন ঠিকভাবে সেবা প্রদান করতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি আক্রান্তদের চিকিৎসা সোবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের সকলের ছুটি অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে।
জাহিদ মালেক বলেন, অবস্থা বেশি সিরিয়াস হলে ইজতেমা ময়দান প্রস্তুত করে তা সেনাবাহিনীর দায়িত্বে দেয়া হবে। ইতোমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button