slider

যেখানে মানুষ যায় সুস্থ হতে সেখানে মানুষ হচ্ছে অসুস্থ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের ওয়ার্ড গুলোতে নিয়মিত হচ্ছে না পরিস্কার বলে অভিযোগ উঠেছে। এদিকে অপরিস্কার থাকার কারনে গন্ধে ভরে গেছে ওয়ার্ডগুলো। গন্ধ ও অপরিষ্কারের জন্য স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে রোগীরা। এদিকে ড্রেনগুলোই পলিথিন ও ময়লা আবর্জনায় ভরে গেছে নেই কোন পরিষ্কারের ব্যবস্থা। শিড়ির সাথে ভিম নোংড়ায় ভরে গেছে।

হাসপাতালে গিয়ে দেখা যায়, তিনতলায় মহিলা ওয়ার্ড ও চার তলায় পুরুষ ওয়ার্ডে ঢুকলে দুর্গন্ধে মই মই হয়ে গেছে। দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়তে হয়। নিয়মিত হয়না পরিষ্কার করা। ধুলো, ময়লা ভরা। হাসপাতালের বাহির পাস ঘাসে ভরে গেছে। পরিষ্কারের নেই কোন ব্যবস্থা। অথচ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য সরকারি বরাদ্দ রয়েছে।

হাসপাতালে ভর্তি কয়েকজন রোগী নাম প্রকাশ না করার শর্তে  বলেন, ডাক্তার খালিদুর রহমান যখন হাসপাতালে টিএইচের দায়িত্ব ছিলেন, তখন হাসপাতালের ওয়ার্ডগুলো অনেক সুন্দর ছিল, ছিল না কোন বন্ধ, নিয়মিত পরিষ্কার করা হতো ওয়ার্ডগুলো। এখন ওয়ার্ডগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না যার কারণে দুর্গন্ধে ভরে গেছে। দুর্গন্ধের কারণে অসুস্থ হয়ে যাওয়া লাগতেছে। তবে হাসপাতালের নার্স এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালে কর্মরত একজন ডাক্তার বলেন, পর্যাপ্ত পরিমান লোক না থাকায় মাঝেমধ্যে পরিষ্কার করা হয়। যার কারনে একটু গন্ধ আছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, আমার পর্যাপ্ত পরিমাণ লোক নেই। আমি প্রতিদিন দুইবার সকাল বিকাল হাসপাতাল ঘুরে দেখি। নতুন যোগদান করেছি হাসপাতালে ভালো কিছু করার চিন্তাভাবনা আছে। তিনি (২২.০১.২০২৫) ৩ মাস বোয়ালমারী হাসপাতালে যোগদান করেন।

ফরিদপুর সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, বিষয়গুলো দেখতেছি। ৪-৫ দিন পর মিটিং এর জন্য বোয়ালমারী হাসপাতালে যাবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button