
আবু তালহা তোফায়েল,সিলেট : যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর এর সদস্য সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) নগরীর মিরাবাজারস্থ হোটেল ইস্তাম্বুলে জেলা উত্তর যুব জমিয়তের আহ্বায়ক মাও. মাসুম আল-মাহদির সভাপতিত্বে ও সদস্যসচিব ইমরান হুসাইন, আবুল হাসানাত ও নোমান সিদ্দিকীর যৌথ পরিচালনায় সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়৷
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী,
প্রধান বক্তার বক্তব্য রাখেন যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদীস তাফহিমুল হক হবিগঞ্জী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর জমিয়তের সিনিয়র সহ সভাপতি নুর আহমদ ক্বাসিমী, সহ সভাপতি মাও. আব্দুল হাই, মাওলানা নুরল ইসলাম বৌলগ্রামী,
সাধারণ সম্পাদক মুফতী ইবাদুর রহমান কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া কয়েস,সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, যুব বিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন খাঁ, যুব জমিয়ত সিলেট মহানগরীর সভাপতি কবির আহমদ, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, হাফিজ আব্দুল করিম দিলদার ও মাওলানা মনসুর আহমদ।
কাউন্সিলে মাও. শাব্বির আহমদকে সভাপতি, মাও. মাসুম আল-মাহদিকে সাধারণ সম্পাদক ও মাও. ইমরান হুসাইনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে মোট ৬৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. চৌধুরী নাসির আহমদ।
সম্মেলন থেকে বক্তারা জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাও. মুফতি মুনির আহমদ কাসেমী, মাও. মামুনুল হক, যুব জমিয়ত নেতা মাও. রফিকুল ইসলাম মাদানীসহ সকল কারাবন্দী আলেমদের মুক্তির দাবি জানান এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার জোর দাবি জানান।
এছাড়াও উপজেলা প্রতিনিধির মধ্যে বক্তব্য রাখেন-আলী আবেদিন (কানাইঘাট), আব্দুল্লাহ সালমান (গোয়াইনঘাট), জয়নাল আবেদিন ডালিম (জৈন্তাপুর),সালেহ আহমদ (কোম্পানিগঞ্জ), আব্দুল আহাদ (গোয়াইনঘাট), মাহফুজ আহমদ (সদর), আব্দুল মালিক (কানাইঘাট) নোমান সিদ্দিকী (সদর), আলিমুদ্দীন (জৈন্তাপুর)।