সিলেট প্রতিনিধি: ভারতীয় বুংগার চিনি কান্ড যেন থামছেই না, প্রতিদিনেই পুলিশ, র্যাব, বিজিবি, ডিবি, অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চিনি জব্দ করছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে অবৈধ বুংগার চিনির ব্যবসা করতো সিলেট মহানগর ও সিলেট ছাত্রলীগ। যা একসময় সিলেট সহ সারা বাংলাদেশের মানুষ জানতো।
এই চিনি কান্ডে ছাত্রলীগ ও যুবলীগের অনেক নেতা জড়িত থাকার কারনে দল থেকে বহিষ্কারও করা হয়েছে।
৫ আগষ্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত থেকে আসা অবৈধ বুংগার চিনির ব্যবসা বন্ধ হয়ে যায়। ইদানীং দেখা যায় সিলেট বিএনপির যুবদল ছাত্রদলের অনেক কথিত নেতার জড়িয়ে দলের ভাবমূর্তি নষ্ট করছেন। প্রায়ই দেখা যায় অবৈধ বুংগার চিনি পুলিশের কাছে ধরা পরলে বিএনপির কথিত নেতাদের নাম আসে পত্রপত্রিকায়।
আজ ২১ নভেম্বর বুধবার সকালে এয়ারপোর্ট থানা পুলিশ গোপন সংবাদের বৃত্তিতে কলাপড়ায় সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইমাদ উদদীন চৌধুরীর বাসার সামনে সিএনজি অটোরিকশা থেকে ২১ বস্তা ভারতীয় চিনি জব্দ করে এয়ারপোর্ট থানা পুলিশ। কলাপাড়া এলাকার প্রত্যক্ষদর্শী জানান আজ সকালে যুবদল নেতা ইমাদ উদদীন চৌধুরীর বাসার সামনে একটা সিএনজি বোঋাই করে বুংগার চিনি নিয়ে আসে, এলাকার কিছু মানুষের সন্দেহ হলে সিএনজি চালককে জিজ্ঞেস করেন চালক বলে এগুলো ইমাদ উদদীন চৌধুরী চিনি।
পরে এলাকার লোকজন বুঝতে পারে এগুলো ভারতীয় অবৈধ বুংগার চিনি।
কলাপাড়া এলাকার লোকজন চিনি জব্দ করে এয়ারপোর্ট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২১ বস্তা চিনি জব্দ করে।
এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন কলাপাড়ায় ঘটনাস্থলে গিয়ে ২১ বস্তা ভারতীয় চিনি জব্দ করি এবং সিএনজি চালকের তথ্যমতে যুবদল নেতা ইমাদ উদদীন চৌধুরীকে পাওয়া যায়নি পরে, আম্বরখানায় একটি দোকানে তল্লাশি চালিয়ে ৬৮ বস্তা সহ মোট ৮৯ বস্তা চিনি জব্দ এবং দোকান থেকে রিফাত নামে একজনকে আটক করি এবং আমাদের অভিযান চলমান আছে।
সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইমাদ উদদীন চৌধুরী চিনি কান্ডে জড়িত থাকার অভিযোগ এমন প্রশ্নের উত্তরে জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন সিলেট জেলা যুবদলের কোনো নেতাকর্মী অবৈধ চিনি কান্ডে জড়িত থাকলে এবং প্রমান পাওয়া গেলে দলের সাংগঠনিক ব্যবস্থা সহ বহিষ্কার করা হবে। বাংলাদেশ জাতীয়বাদী যুবদল কোনো অন্যায় করেনা কোনো অন্যায়কারীকে প্রস্রয়দেয় না।
এ বিষয়ে যুবদল নেতা ইমাদ উদদীন চৌধুরীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোঠুফোন বন্ধ পাওয়া যায়।