
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: দাউদকান্দি উপজেলার গৌরীপুর আনুমিয়া টাওয়ারের পরিচালক তিতাস উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মজিবুর রহমানকে পুলিশ গ্রেফতার করে সোমবার কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি সহ অন্যান্য দাবিতে গতকাল কর্মসূচী শেষ করে ফেরার পথে সন্ধ্যায় তিতাস থানা পুলিশ তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়। পুলিশি সূত্র জানায় তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ও গ্রেফতারী পরওয়ানা রয়েছে। এদিকে গ্রেফতারকৃত মজিবুর রহমানের মুক্তি দাবি করেন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।