বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যু্বদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ উপজেলা যু্বদলের উদ্যােগে বগুড়ার ঐতিহাসিক মহাস্থান হযরত শাহ সুলতান বলখী (রহঃ) মাযার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮অক্টোবর) বাদ আছর বগুড়া জেলা যুবদলের নির্দেশে শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক হাফিজুর রহমান হিরু’র নেতৃত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের পূর্বে হিরু বলেন বিভিন্ন চড়াই-উতরাইয়ের পথ পরিক্রমায় বিএনপি এখন দেশের অন্যতম বড় রাজনৈতিক দল। যু্বদলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এগিয়ে যাওয়ার শপথ গ্রহণ করব। অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করে সত্যিকার অর্থে জনগণের গণতন্ত্র ও জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবো। দোয়া মাহফিলে প্রয়াত প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান এর সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা গোলাম রব্বানী সরকার, ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রনি মিয়া, শাহনেওয়াজ বিপুল, সাবলু মিয়া, লতিফ, রিপন, রঞ্জু, বিপ্লব, পৌর যুবদল নেতা রবিউল ইসলাম, মেহেদী হাসান বুলেট, মাহমুদুল হাসান হৃদয়, রায়হান ইসলাম, ছাত্রনেতা হারুন অর রশিদ, রাসেল রহমান, মাসুম আহম্মেদ, বিপ্লব,১২ টি ইউনিয়নের যুবদল নেতা বেলাল হোসেন, ইব্রাহিম, সেলিম, মিঠু, দুলাল মাস্টার, সাইদুল ইসলাম, উজ্জল, দুলাল চৌধুরী, শাহ আলম, জিয়াউর রহমান, এম আর ইসলাম রঞ্জু, মিঠু মেম্বার, পানি ইন্না, খোকন প্রধান, রফিক, সফিকুল ইসলাম সৌদি, আল আমিন, শিপন, আইনুল মিয়া, বাবু মিয়া, আবু কালাম, শিপন রায়হান, সাইদী হাসান, লেলিন, মামুন প্রমুখ।