sliderআন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল : মৃতের সংখ্যা বাড়ছে

মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে জ্বলছে ভয়াবহ দাবানল। এতে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু এবং ৮০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
টেনেসি অঙ্গরাজ্যের মেয়র বলছেন, গত একশ বছরের ইতিহাসে এই দাবানলই টেনেসির সবচেয়ে ভয়াবহ দাবানল। টেনেসির স্মোকি পর্বতমালার ন্যাশনাল পার্ক ও গ্যানলিনবার্গ শহর এই দাবানলে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে।
জানা গেছে ১৯ জনের মৃত্যু এবং ৮০ জনের আহত হওয়ার পাশাপাশি বহু লোক এখনো নিখোঁজ আছেন। তাদের ভাগ্যে ঠিক কী ঘটেছে সে বিষয়ে অন্ধকারে পড়ে গেছে প্রশাসন। ধারণা করা হচ্ছে আহত ও নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
এ দিকে ধারণা করা হচ্ছে যে, এই দাবানল আসলে ‘মানুষের হাতে’ সৃষ্ট অগ্নিকাণ্ড। যদিও এর পক্ষে কোনো শক্ত যুক্তির খবর বা প্রমাণ এখনো পাওয়া যায়নি।
এই দাবানলে এখন পর্যন্ত প্রায় এক হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বহু মানুষ ঘরছাড়া হয়ে গেছেন। অর্থাৎ পুরো টেনেসিতে নেমে এসেছে মানবিক বিপর্যয়। প্রশাসন পরিস্থিতি সামাল দিতে গ্রহণ করেছে সর্বাত্মক পদক্ষেপ।

Related Articles

Leave a Reply

Back to top button