sliderপ্রবাসশিরোনাম

যুক্তরাষ্ট্রে করোনায় আরও ১২ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের আরও ১২ বাংলাদেশি মারা গেছেন। এনিয়ে দেশটিতে বাংলাদেশিদের মৃত্যু সংখ্যা দাঁড়াল ৫০ জনে। এর আগে, মঙ্গলবার করোনাভাইরাসে দেশটিতে ৮ বাংলাদেশির মারা যাওয়ার খবর পাওয়া যায়।
বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এখন যুক্তরাষ্ট্রে। প্রতিনিয়তই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২ লাখ ১৩ হাজার ৩৭২ জনের মধ্যে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৮৮৪ জনের মৃত্যু হয়েছে বলে বুধবার বিকালে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে। এই ভাইরাসে দেশটিতে একদিনে সবচেয়ে বেশি মানুষ মারা যাওয়ার রেকর্ড এটিই। করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এনিয়ে যুক্তরাষ্ট্রে ৪,৬০০ জনের বেশি মানুষ মারা গেলো।
করোনাভাইরাসে একদিনে কোনো দেশে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছিল ২৭শে মার্চ ইতালিতে। এএফপি’র রিপোর্ট অনুযায়ী ঐদিন ইতালিতে ৯৬৯ জন মারা গিয়েছিল।
এই সপ্তাহে হোয়াইট হাউজের করোনাভাইরাস টাস্ক ফোর্সের প্রকাশিত এক ধারণায় উঠে আসে যে প্রকোপ নিয়ন্ত্রণে নেয়া পদক্ষেপ স্বত্ত্বেও যুক্তরাষ্ট্রে ১ লাখ থেকে ২ লাখ ৪০ হাজার পর্যন্ত মানুষ মারা যেতে পারে।
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার গতিবিধিকে ইতালির সাথে তুলনা করেছেন।
তিনি বলেছেন যে, প্রাদুর্ভাবের সাম্প্রতিকতম মডেল পর্যবেক্ষণ করলে যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস পরিস্থিতির ধারার সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য পাওয়া যায় ইতালির।
সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা নিউ ইয়র্ক। দেশটিতে মোট আক্রান্তের প্রায় অর্ধেক নিউ ইয়র্ক রাজ্যে। বর্তমানে নিউ অরলিয়েন্স ও ডেট্রয়েটের মত অঞ্চলে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে ভাইরাস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস ঘেব্রেয়েসাস মন্তব্য করেছেন যে, কয়েকদিনের মধ্যেই বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাবে।

Related Articles

Leave a Reply

Back to top button