sliderআন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রের ১১টি পর্যবেক্ষক দল আসছে

আসন্ন একাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে মার্কিন দূতাবাসের ১১টি দল। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ৩২ জন পর্যবেক্ষক পাঠাবে।
সোমবার সকালে মার্কিন নতুন রাষ্ট্রদূত রবার্ট আল মিলার গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতকালে এই কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের এই খবর নিশ্চিত করেন।
আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের এমন প্রত্যাশার কথা তিনি প্রধানমন্ত্রীকে জানান। এবং চলমান নির্বাচনী প্রচারে হামলা হচ্ছে বলে বিরোধী রাজনৈতিক দলের অভিযোগের বিষয়টি তুললে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সন্ত্রাসের শিকার হয়ে আমার দলের দুজন কর্মী প্রাণ হারিয়েছেন। দলীয় নেতা-কর্মীদের ধৈর্য ধরতে বলেছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button