sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

যুক্তরাষ্ট্রের হিউস্টনে প্রবল বর্ষণ : বন্যায় ৫ জনের মৃত্যু

আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন নগরীতে ১৭.৬ ইঞ্চি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৫ ব্যক্তি মারা গেছে। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় নদী উপচে সড়ক-মহাসড়ক ও হাজার হাজার ঘরবাড়ি তলিয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের হিউস্টন১


হিউস্টনে কেবলমাত্র সোমবার দুপুর পর্যন্ত প্রায় ১৭.৬ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। আমেরিকার চতুর্থ বৃহত্তম এ নগরীতে জরুরি অবস্থা জারি করেছেন টেক্সাসের গভর্নর। নগরীর একটি বিশাল বিপণীকে আশ্রয় কেন্দ্রে পরিণত করা হয়েছে। ৭০ হাজার নাগরিক বিদ্যুৎহীন অবস্থার মধ্যে পড়েছে। শত শত ফ্লাইট বাতিল করে দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের হিউস্টন ২
নগরীর গণ পরিবহন এবং স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যায় কোনো কোনো এলাকায় জীবনের জন্য হুমকি সৃষ্টিকারী পরিস্থিতি দেখা দিয়েছে বলে বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে বলা হয়েছে। আবার বৃষ্টিপাত শুরু হতে এবং পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের হিউস্টন৩

Related Articles

Leave a Reply

Back to top button