যানবাহন চালক ও হেল্পারদের প্রশিক্ষণ কর্মশালায় হাইওয়ে এসপি

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা:২৩ সেপ্টেম্বর শনিবার দাউদকান্দি হাইওয়ে থানার সম্মেলন মিলনায়তনে যানবাহন চালক ও হেল্পারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা রিজিওনের কুমিল্লার হাইওয়ে পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।স্বাগত বক্তব্য রাখেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম। অন্যান্যের মাঝে হাইওয়ের সহকারী পুলিশ সুপার রাজিউর রহমান, মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক, জেলা বাস মালিক সমিতির সভাপতি অধ্যাপক কবির আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম,দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র ও কমিউনিটি পুলিশের সভাপতি রকিব উদ্দিন, সাধারন সম্পাদক শেলিনা আক্তার, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার আহবায়ক লিটন সরকার বাদল,সদস্য সচিব আলমগীর হোসেন সহ চালক ও হেল্পার বৃন্দ বক্তব্য রাখেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দূর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।