করোনার সঙ্গে লড়াই করে সুস্থ জীবনে ফিরেছেন এমন সংখ্যাটাও কম না। ক্রীড়াঙ্গনেও আছেন কয়েকজন। যারা কিনা করোনাকে হার মানতে বাধ্য করেছেন।
এরা হলেন-ফিওরেন্টিনার মূল দলের আর্জেন্টাইন ডিফেন্ডার জার্মান পেজ্জেলা, ইতালিয়ান স্ট্রাইকার প্যাট্রিক কুত্রোনে ও সার্বিয়ার স্ট্রাইকার দুসান ভ্লাভিচ আক্রান্ত হয়েছিলেন করোনায়। ক্লাবের সবার থেকে আলাদা করে তাদের রাখা হয়েছিল হোম কোয়ারেন্টাইনে।
যথাযথ নিয়ম মেনে কোয়ারেন্টাইনে থাকায় বেশিদিন ভুগতে হয়নি এ তিন ফুটবলারকে। কোয়ারেন্টাইন শেষ করে পরীক্ষায় জানা গেছে, তাদের শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি এখন আর নেই। ক্লাবটির পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানান হয়েছে এ খবর।
তারা লিখেছে, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের তিন খেলোয়াড় প্যাট্রিক কুত্রোনে, জার্মান পেজ্জেলা ও দুসান ভ্লাভিচ এখন আর করোনায় আক্রান্ত নন। যেসব ডাক্তার, নার্স, হাসপাতাল ও চিকিৎসাকর্মীরা দিন-রাত এক করে ইতালিসহ অন্য দেশের করোনা আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন, তাদের আমরা ধন্যবাদ জানাতে যাই।’
আর্জেন্টাইন ডিফেন্ডার পেজ্জেলে এখনও পর্যন্ত ফিওরেন্টিনার জার্সি গায়ে খেলেছেন ১৩ ম্যাচ, জালের দেখাও পেয়েছেন দুইবার। এছাড়া কুত্রোনের ইতালি জাতীয় দলের হয়ে অভিষেক হলেও, এখনও সার্বিয়ার মূল দলের হয়ে খেলার সুযোগ পাননি দুসান ভ্লাভিচ।